২৭ জুলাই, ২০২৪, শনিবার

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

Advertisement

টানা দুই ম্যাচ জিতে কোপা আমেরিকার শেষ ৮ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে এমন জয় কী আসলেই আর্জেন্টিনার কাছে প্রত্যাশিত? ভক্তরা কিন্তু মেসেদির এমন জয়ে খানিকটা হতাশ। এর অন্যতম করণ, তারা যেভাবে ম্যাচ জিতছে সেভাবে খেললে আসলেই শিরোপা জেতা সম্ভবব নয়। সে যাই হোক এখন আসি আসল কথায়, কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে জিতে শেষ আট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অর্থাত কোয়ার্টার ফাইনালে উঠে গেছে তারা। শিরোপার পথে তাদের পারি দিতে হবে আর মাত্র দুটি বাধা তাতেই ফাইনাল নিশ্চিত করতে পারবে তারা। রাতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় মেসিরা। অন্যদিকে দিনের আরেক ম্যাচে চিলির বিপক্ষে ড্র করেছে কোপা আমেরিকার সবচাইতে সফল দল উরুগুয়ে।

ব্রাজিলের মাঠে ম্যাচের শুরুতেই আর্জেন্টিনাকে যেভাবে লিড এনে দিলো তাতে মনে হয়েছিলো ৯০ মিনিট শেষ হতে কমপক্ষে হালি খানেক গোল খাপে প্যারাগুয়ে কিন্তু শেষ পর্যন্ত আর তা হয়নি। আর্জেন্টিনাও খেলেছে রক্ষণাত্বক ফুটবল। প্রতিপক্ষেকে জোড়ালো কোন আক্রমনও করতে পারেনি তারা। অন্যদিকে প্যারাগুয়েও নিজেদের সামর্থের প্রমাণ দিতে পারেনি। ভাঙ্গেত পারিনে আর্জেন্টিনার রক্ষণ। তাই শেষ পর্যন্ত পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। দলের হয়ে ম্যাচের ১০ মিনিটে একমাত্র গোলটি করেছিলেন গোমজ। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিল টপার আর্জেন্টিনা। দুইয়ে রয়েছে চিলি আর তিনে রয়েছে প্যারাগুয়ে।

এদিকে দিনের আরেক ম্যাচে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে চিলি। এই ড্রয়ে ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে রয়েছে উরুগুয়ে আর ৫ নম্বররে রয়েছে বলিভিয়া।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement