আর দিন কয়েক পরেই মাঠে গড়াচ্ছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। মাঠে খেলা গড়ানোর আগে নানা সময়ে আয়োজন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সব বিতর্ক ছাপিয়ে অবশেষে ব্রাজিলেই আয়োজিত হবে এই টুর্নামেন্ট। মাঝে এমনও কথা উঠেছিলো ব্রাজিল কোপা আমেরিকা আয়োজন করলেও তারা এই টুর্নামেন্টে অংশ নিবেন না। এসব শঙ্কা কাটিয়ে করোনা ভাইরাসে জর্জরিত ব্রাজিল, তারকা ফুটবলারদের নিয়েই তাদের দল ঘোষণা করেছে।
সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার বাংলাদেশ সময় ভোর তিনটায় মানে গারিঞ্চা স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল। বি গ্রুপে ব্রজিলের প্রতিপক্ষ হিসেবে রয়েছেন কলম্বিয়া, একুয়েডর ও পেরু। কোপা আমেরিকা সামনে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল।
ব্রাজিলের দল:
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), এডারসন (ম্যানচেস্টার সিটি)
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), এমারসন (রিয়াল বেটিস), ফেলিপে (অ্যাটলেটিকো মাদ্রিদ), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি
(অ্যাটলেটিকো মাদ্রিদ), এডের মিলিটাও (রিয়াল মাদ্রিদ), থিয়াগো সিলভা (চেলসি), মার্কুইনহোস (পিএসজি)