দীর্ঘ ২ যুগেরও বেশি সময় পর আন্তর্জাতিক শিরোপার মুখ দেখলো আর্জেন্টিনা। ২৮ বছরের অপেক্ষা ঘুচলো ম্যারডোনা-ব্রাতিস্তোতার উত্তস্বরীদের। কোপা আমেরিকায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ১৫ তম শিরোপার ঘরে তুলেছে আর্জেন্টিনার। মারাকানা স্টেডিয়ামে, ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলের জয়ে আর্জেন্টাইনদের আনন্দে মাতায় মেসির দল।
রোববার ভোরে, ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়ছিলো দুই দল।কিন্তু প্রতিপক্ষের রক্ষণ স্পর্শ করা বেশ কঠিন কাজ হয়ে যাচ্ছিল। কোন দলই ঢুকতে পারছিলো না প্রতিপক্ষের ডি-বক্সে। ফাইনাল ম্যাচে রক্ষণ ঘিরে চীনের প্রাচীর গড়ে তুলেছিলো দুই দলের ডিফেন্ডাররা। তবে ম্যাচের ২১ মিনিটে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয় ডি মারিয়া। মধ্যমাঠ থেকে ডি পলের লম্বা-পাসে নিজের ক্ষিপ্রতাকে কাজে লাগায় মারিয়া। ব্রাজিলিয়ান গোল কিপার মারিয়ার বুদ্ধির কাছে বোকা বনে যান রীতিমত। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ গোলে। প্রথমার্ধে সুযোগ তৈরি করেও আর্জেন্টিনার গোল রক্ষকের বারেবারেই আটকে গেছে নেইমাররা।
বিরতির পরে ম্যাচের ৫২ মিনিটে আর্জেন্টিনার জালে বল জড়ালেও বলের যোগান দেওয়া পাকুয়েতা অফসাইড হওয়ায় গোল বঞ্চিত হয় রিচার্লিসন। এরপর আরও বেশ কয়েকটি সুযোগ হারায় ব্রাজিল। শেষ পর্যন্ত আর্জেন্টিনাও গোলের দেখা পায়নি, তাই ১-০ গোলের জয়ে ২৮ বছর পর আন্তর্জাতিক কোন শিরোপা ঘরে তোলে আলবিসেলেস্তারা।
পুরো ম্যাচে বল দখল ও আক্রমনের দিকে দিয়ে আর্জেন্টিনার চাইতে বেশ এগিয়ে ছিলো ব্রাজিল। সেলেসাওদের দখলে ছিলো ৫৮ ভাগ বল। আর টার্গেট অন শর্টে ব্রাজিল এগিয়েছিলো। তারা করেছিলেন ২টি আর আর্জেন্টিনা ১টি। এই ম্যাচে মোট ৯টি হলুদ কার্ড দেখেছে ফুটবলাররা। রা ফুটবলার লিওনেল মেসি।