কোপা আমেরিকায় আজ রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও চিলি। এই ম্যাচে জয়ের কোন বিকল্প দেখছেনা আর্জেন্টিনার খেলোয়াড়রা। অন্যদিকে চিলিও মেসিদের ছেড়ে কথা বলবে না। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচটি জমে উঠবে বলেই আশা করছেন সাধারণ ফুটবল ভক্তরা। এখন পর্যন্ত কোপা আমেরিকায় চিলির সাথে ৩ বার দেখা হয়েছিলো আর্জেন্টিনার। সেসময় এক ম্যাচে প্রতিপক্ষকে ২-১ গোলে উড়িয়ে দিয়েছিলো আর্জেন্টিনা। বাকি দুই ম্যাচে করেছিলো গোলশূন্য ড্র।
শেষ ম্যাচে বল দখলে এগিয়ে ছিলো চিলি:
২০১৬ সালের ৭ জুনের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে বল দখলে এগিয়ে ছিলো চিলি। ৯০ মিনিটের খেলায় ৬১ শতাংশ সময়ই নিজেদের পায়ে বল রেখেছিলো তারা। অন্যদিকে আর্জেন্টিনার দখলে বল ছিলো মাত্র ৩৯ শতাংশ। আর্জেন্টিনা শর্ট নিয়েছিলো ১৫টি যার মধ্য ৬টি ছিলো অন টার্গেট। কিন্তু চিলি শর্ট নিয়েছিলো মাত্র ৪টি। যার মধ্যে তিনটিই ছিলো অন্য টার্গেট। তবে ওই ম্যাচে মাত্র ১টি গোলই করতে পেরেছিলো তারা। তাও আবার পেনাল্টি থেকে। আর আর্জেন্টাইনরা জয়ের হাসি হেসেছিলো ২ গোল করে। দুই গোল করে জিতে নিয়েছিলো ম্যাচটি।
ফাউল ও কার্ড:
আর্জেন্টিনা:
২০১৬ সালে কোপা আমেরকার ম্যাচে আর্জেন্টিনা ফাউল করেছিলো ২১টি। যেখানে রেফারি কার্ড দেখিয়েছিলো ৫ আর্জেন্টাইনকে।হলুদ কার্ড চারজন। আর লাল কার্ড দেখানো হয়েছিলো লিওনেল মেসিকে। ম্যাচের ৩৭ মিনিটে রেফারের লালকার্ডে মাঠ থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলো মেসি।
চিলি:
বিপরীতে চিলি ফাউল করেছিলো ১৮টি। যার মধ্যে রেফারি কার্ড দেখিয়েছিলো ৪ জন ফুটবলারকে। যার মধ্যে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলো চিলির গেরি ম্যাডেলকে। আর্জেন্টিনা কর্নার কিক পেয়েছিলো ৪টি আর চিলি পেয়েছিলো মাত্র ১টি। আর্জেন্টিনার গোল কিপার সেভ করেছিলো দুটি গোল আর চিলির কিপার সেভ করেছিলো চারটি। ২০১৬ সালের কোপার আরেক ম্যাচে গোলশূন্য ড্র করেছিলো আর্জেন্টিনা। ২০১৫ সালেও গোলহীন ম্যাচ কাটিয়েছে দুই দল।
মুখোমুখি শেষ পাঁচ দেখায় চিলির বিপক্ষে হারের মুখ দেখেনি আর্জেন্টিনা। তাই এই ম্যাচে জয়ের স্বপ্ন দেখতেই পারে আর্জেন্টিনার ভক্তরা। নিজেদের শেষ পাঁচ ম্যাচে আর্জেন্টিনা হেরেছে দুটিতে, জিতেছে দুটিতে আর ড্র করেছে একটিতে। অন্যদিকে চিলির শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে তারা হেরেছে দুটি ম্যাচে। তাই আর্জেন্টিনার চাইতে বর্তমান ফর্মের বিচারে চিলিকে এগিয়ে রাখতেই হবে।
সবকিছু ঠিক থাকলে কোপা আমেরিকার ম্যাচে বাংলাদেশ সময় রাত তিনটায় শুরু হবে ম্যাচটি।