ব্রাজিল ও আর্জেন্টিনা কতবার মুখোমুখি হয়েছিলো এবং কে সবচাইতে বেশি জয় পেয়েছে। পরিসংখ্যান ঘেঁটে দেখা যায় কোপা আমেরিকার ফাইনালে মোট ১৪টি শিরোপা জিতেছে আর্জেন্টিনা। তার মধ্যে আটবারই ব্রাজিলকে হারিয়ে।
আর্জেন্টিনা কোপা আমেরিকার প্রথম শিরোপা জিতেছে ১৯২১ সালে। সেটি ছিলো ব্রাজিলের বিপক্ষে জিতে। ১৯২৫ সালের শিরোপাও আর্জেন্টিনা জিতেছিলো ব্রাজিলকে হারিয়ে। ১৯৩৭,১৯৪৫,১৯৪৬, ১৯৫৭,১৯৬৯,১৯৯১ সালে মোট বার ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। বাকি ৬ শিরোপা আর্জেন্টিনা জিতেছে মেক্সিকো, চিলি, উরুগুয়ে ও প্যারাগুয়েকে হারিয়ে।
অন্যদিকে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল কোপা জিতেছে মাত্র ৯ বার। ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ১৯৯৭, ১৯৯৯, ২০০৪, ২০০৭ ও শেষবার ২০১৯ সালে কোপা আমেরিকার শিরোপা উচিয়ে ধরতে পেরেছে ব্রাজিল। এর মধ্যে ২০০৭ ও ২০০৪ সালেই আর্জেন্টিনার সাথে ফাইনালে জিততে পেরছিলো তারা। তাই পরিসংখ্যান বলছে কোপা আমেরিকায় শিরোপার দৌড়ে ব্রাজিলের চেয়ে বেশ এগিয়ে আর্জেন্টিনা।