২৭ জুলাই, ২০২৪, শনিবার

বিজ্ঞানীদের সতর্কতা সত্ত্বেও কোভিডের বিধি-নিষেধ তুলে দিলেন বরিস জনসন

Advertisement

চলতি বছরের জানুয়ারি থেকে সংক্রমণের হার বেড়ে গেলেও বরিস জনসন আগামী দুই সপ্তাহের মধ্যে চলমান লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার বিকেলে ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনে বরিস জনসন জানান, যুক্তরাজ্যের ৮৬ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক কমপক্ষে প্রথম ডোজ টিকা নিয়েছে। তাই এখন প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে তাদের নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নিতে পারবেন। হাসপাতাল বা অন্যকোনো স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্রতিষ্ঠান ব্যাতীত অন্যান্য স্থানে মাস্ক পরা নাগরিকদের ইচ্ছার ওপর ছেড়ে দিয়েছে সরকার।

দেশটির স্বাস্থ্য সচিব সাজিদ জাভেদ জানান, করোনাকে পুরোপুরি নির্মূল করা প্রায় অসম্ভব। তাই আমাদের এ পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার উপায় খুঁজে বের করতে হবে।

বিজ্ঞানী ও গবেষকরা সরকারের এ সিদ্ধান্তে তীব্র অসন্তোষ জানিয়েছে। সরকারের করোনা বিষয়ক উপদেষ্টা কমিটির একজন সদস্য প্রফেসর স্টিফেন রিচার বলেন, একজন স্বাস্থ্য সচিব যখন বলেন করোনার সকল প্রতিরোধ ব্যবস্থা ব্যক্তিগত ইচ্ছাধীন, তখন এটি বড় ধরনের উদ্বেগের বিষয়। কারণ মহামারি প্রতিরোধ কখোনই ব্যক্তিগত কোনো ইচ্ছা নয়। এটি একটি সামগ্রিক বিষয়। 

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement