অবশেষে অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯-এর ভ্যাকসিন সুবিধা পেতে চলেছেন আইনজীবীরা। এর আগে ১৯ ধরনের পেশাজীবী ভ্যাকসিন রেজিস্ট্রেশনের অগ্রাধিকার পেয়েছিলেন।
সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বার কাউন্সিলের সভাপতি অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনকে আইনজীবীদের এনআইডি সংযুক্ত তালিকা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোভিড-১৯ মহামারিতে আইনজীবীরা সংক্রমণের ঝুঁকি নিয়ে আইনসেবা ও পরামর্শ কার্যক্রম চালু রেখেছেন। যেসকল আইনজীবী এখনও টিকাগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেননি,অগ্রাধিকারভিত্তিতে তাদেরকে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করার অনুরোধ করা হয়েছে। রেজিস্ট্রেশনের পূর্বে তাদেরকে সুরক্ষা অ্যাপে হোয়াইট লিস্টিং করা আবশ্যক।
এর আগে বুধবার ( ৩০ জুন) এ বিষয়ে করা এক রিটের রুল জারি করেন উচ্চ আদালত। রুলে বলা হয়, প্রাপ্যতা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আইনজীবীদের করোনার টিকা প্রদান ও অগ্রাধিকার তালিকায় ‘আইনজীবী’ শব্দ অন্তর্ভুক্ত করতে হবে।