১০ অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার

কোলকাতার হোটেলে জাদুর মত সময় কাটছে জয়ার

Advertisement

জয়া আহসান, তিনি যে বাংলাদেশের অন্যতম সেরা অভিনেত্রী এ নিয়ে কারো মনে বিন্দু মাত্র সন্দেহ নেই কারও। তিনি দেশে খুব বেশি অভিনয় না করলেও মাতাচ্ছেন কোলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি। কিছুদিন আগেই জয়ার জন্মদিন ছিলো। তিনে বলেন ৩৮ এ পা দিলেন কিন্তু লোকে বলছে তার বয়স আরও বেশি। আসলে বয়সের ধার ধারেনা জয়া। তাই নতুন ছবির কাগে গিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন জয়া আহসান।

সবগুলি ছবি দেখতে পারবেন এই লিংকে:   https://www.facebook.com/Jaya.Ahsan.07

তার ভেরিফাইড ফেসবুক পেজে ইদানিং নতুন নতুন সব ছবি পোস্ট করে চলেছেন দুই বাংল্যার এই জনপ্রিয় অভিনেত্রী। আজ সকাল ১১ টার দিকে কোলকাতার হায়াত রেজেন্সি হোটেলের ছাদে উঠে তিনি বেশ কয়েকটি ছবি আপলোড করে সেখানে লিখেছেন জাদুর মত সময় কাটছে তার। সেখানে তিনি নাম উল্লেক করেছেন তার সহপাটিদের নামও। এই পোস্ট দেওয়ার পর থেকেই তার ভক্তরা তাকে নিয়ে করছেন নানান মন্তব্য।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement