জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে সাকিব-তামিমরা ব্যর্থ হলেও নিজেদের ক্যারিয়ারের চতুর্থ অর্ধশত তুলে নিয়েছেন লিটন কুমার দাস। ৭৪ বলে ৫০ রানের ইনিংস খেলতে চার হাঁকিয়েছেন তিনটি। তার ক্যারিয়ার সেরা ১৭৪ রানের ইনিংসটি তিনি খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। ওয়ানডেতে লিটন করেছেন তিন সেঞ্চুরি ও চার ফিফটি। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ব্যাট করছে ৪ উইকেটে ১২৬ রান নিয়ে।
এর আগে তামিম ইকবাল আউট হয়েছেন শূন্য রানে। সাকিব ফিরেছেন ১৯ রানে। মিথুন ১৯ ও মোসাদ্দেক আউট হয়েছেন ৫ রানে।