২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

ক্রিকেট মাঠে মাগুর মাছ, স্থানীয়রা তো অবাক!

Advertisement

ক্রিকেট মাঠে মাগুর মাছ! স্থানীয়রা তো অবাক, একপর্যায়ে মাঠ কর্মীরা নেমে পড়লেন মাছ ধরতে। বন্ধ হয়ে যায় প্রিমিয়ার লিগের খেলা। মঙ্গলবার সকালে ৮৫ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয় ঢাকায়। ফলে হাঁটু পানিতে ডুবে যায় বিকেএসপির তিন নং মাঠ। ওই গ্রাউন্ডেই প্রিমিয়ার লিগের খেলা হওয়ার কথা ছিলো ব্রাদার্স ইউনিয়ন-লিজেন্ডস অব রূপগঞ্জ আর মোহামেডান স্পোর্টিং ক্লাব-পারটেক্স স্পোর্টিং ক্লাবের। কিন্তু টানা বৃষ্টির ফলে ছোট খাটো একটি নদীতে পরিণত হয় মাঠটি আর সেই মাঠে আবিষ্কার হয় বিশাল এক মাগুর মাছ। মাঠ কর্মীরাও মাঠে নেমে পড়েন মাছ ধরার প্রতিযোগিতায়। পরে বহু চেষ্টার পর ধরাপরে সেই মাছটি। তারপর গবেষণা চলে কিভাবে সেখানে আসলো মাগুরমাছ। তবে যারা বিকেএসপিতে গিয়েছেন বা ছাত্র ছিলেন তারা হয়তো কিছুটা ধারণা করতে পারছেন যে মাছটি কোথা থেকে এসেছে!

বিকেএসপির তিন নং মাঠের পাশ দিয়েই বয়ে চলেছে একটি লেক। বিকেএসপি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই সেই লেকে চাষ করা হয় বিভিন্ন প্রজাতির মাছ। সম্ভবত সেখানে মাছ ধরা নিষেধ। সেই লেক থেকেই হয়তো মাছটি উঠে এসেছিলো মাঠে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement