২৭ জুলাই, ২০২৪, শনিবার

‘কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করবে ইরান’

Advertisement

পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন, যদি ইউরেনিয়াম সমৃদ্ধির রাশ টেনে ধরা না যায়, তবে ‘কয়েক সপ্তাহের মধ্যে’ ইরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে। সোমবার (০৭ জুন) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এ সতর্কবার্তা দেন। 

অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, চুক্তিতে ফেরার জন্য যা যা করা দরকার তা করতে ইরান প্রস্তুত কিনা তা এখনও অস্পষ্ট। ইতোমধ্যে দেশটির পরমাণু কর্মসূচি দ্রুত এগিয়ে চলছে। যদি এখনই রাশ টেনে ধরা না যায়,তবে এভাবে চলতে থাকলে কয়েক সপ্তাহের মধ্যে তারা পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম হবে।’ 

ভিয়েনায় পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে বাকি অংশের প্রতিনিধিদের আলোচনা চলছিলো। কিন্তু পঞ্চম দফার আলোচনার পরও কোনো ধরনের সমাধান মেলেনি। এখন উভয়পক্ষ ষষ্ঠ দফার আলোচনার অপেক্ষা করছে। এরই মধ্যে ১৮ জুন  ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে । এক্ষেত্রে  ভোটে জিতে কট্টর কেউ ইরানের প্রেসিডেন্ট হলে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement