অদ্ভুত এক চ্যাম্পিয়নশিপ জিতেছেন বিশ্ব ক্রিকেটের এক নম্বর তারকা সাকিব আল হাসান। মাঠের পারফরমেন্সে তিনি চ্যাম্পিয়ন এ নিয়ে কারো কোন সন্দেহ নেই। কিন্তু সম্প্রতি সাকিবের ব্যাবহারে বিশ্ব ক্রিকেটে আলোড়ন সৃষ্টি হয়। ঢাকা প্রিমিয়ারলীগে মোহামেডান ও আবাহনীর ম্যাচে আম্পায়ার আউট না দেওয়ায় স্ট্যাম্প আঁচড়ে ফেলে নতুন বিতর্কের সৃষ্টি করেন সাকিব। এর আগেও প্রতিনিয়ত বিতর্কে পড়তে হয়েছে নিজের কর্মকাণ্ডে। কখনো আকরাম খানের বিরুদ্ধে কথা বলে, কখনও আবার পূজা উদ্বোধন করতে গিয়ে। সব কিছু মিলিয়ে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক ইনফো বিশ্বের বাজে আচরণ করা ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসানই চ্যাম্পিয়ন এমনটাই ঘোষণা দিয়েছে।
এছাড়াও ইংল্যান্ডে সিরিজ খেলতে গিয়ে কোয়ারেন্টাইন না মেনে হোটেলের বাইরে গিয়ে ধূমপান করায় কুশল মেন্ডিস, ডিকওয়াল ও ধানুষ্কাকে বহিষ্কার করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। তাদের অবস্থান সাকিবের পরেই। ক্রিক ইনফো তাদের উপাধি দিয়েছে ব্যাড বিহেভিয়ার ব্রোস।