শেষ ষোলতে জায়গা করে নিয়ে দেশের মানুষের প্রত্যাশা তৈরি করেছিলো রোমান ও দিয়া সিদ্দিকী কিন্তু সেই প্রত্যাশা পূরনে ব্যার্থ হয়েছেন বাংলাদেশের দুই অর্চার। কিন্তু লড়াইটা করেছিলেন দারুণ। আশা জাগিয়েছিলেন তবে শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার সাথে পেড়ে ওঠেনি। শেষ পর্যন্ত মিশ্র রিকার্ভে থেকে ছিঁটকে পড়তে হলো তাদের। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-০ সেটে হেরে রোমান ও দিয়াকে বিদায় নিতে হয় অলিম্পিক থেকে।
এর আগে (শুক্রবার) বাছাই পর্ব উতরে অলিম্পিকের শেষ ১৬ নিশ্চিত করেছিলো বাংলাদেশ।