সম্প্রতি মাঠে জ্ঞান হারোনো খেলোয়াড়ের সংখ্যা কিন্তু কম নয়। তবে বেশিভাগ সময় পুরুষ খেলোয়াড়রাই জ্ঞান হারিয়েছেন মাঠে। এবার ঘটলো অন্যরকম এক ঘটনা। এবার ম্যাচ চলার সময় ফিল্ডিং করতে করতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন উইন্ডিসের দুই নারি ক্রিকেটার।
অ্যান্টিগায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে ফিল্ডিং করতে করতেই মাটিতে লুটিয়ে পড়েন উইন্ডিজের দুই ক্রিকেটার চিনেলে হেনরি ও চেডিয়ান নেশন। এর পরই দৌড়েমাঠে প্রবেশ করেন উইন্ডিজের ফিজিওরা।তার পর তাদের মাঠ থেকে বের করে এনে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
এখনও তাদেরকে হাসপাতালে রাখা হয়েছে এবং উইন্ডিস ক্রিকেট বোর্ড জানায়, তাদের অবস্থা স্থিতিশীল এবং তারা বেশ ভালো আছেন। বৃষ্টি আইনে এই ম্যাচে জয় পেয়েছে উইন্ডিস।