আফগানিস্তান তালেবান দখলের পর প্রথম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো কাবুলে। এই প্রীতি ম্যাচে উড়ানো হয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও তালেবান অনুমোদিত আফগানিস্তানের পতাকা।
আফগানিস্তানের স্থানীয় দুটি দল পিস ডিফেন্ডার ও পিস হিরোসের মধ্যে অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি। এই ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত হয় প্রায় চার হাজার দর্শক। তাদের সবার হাতে ছিলো ভিন্ন রঙ্গের পতাকা। ম্যাচ চলাকালীন সময় দর্শকদের নিরাপত্তা দিতে উপস্থিত ছিলো তালেবান সৈন্যদল।
এদিকে তালেবানরা ক্ষমতায় আসার পর প্রথমবারের মত অনুধ্ব-১৯ ঢাকায় আসছে আজ।