২৭ জুলাই, ২০২৪, শনিবার

গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি

Advertisement

গণপরিবহনের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহারসহ ১২ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। গতকাল মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী বলেন, ‘লকডাউনে শিল্প প্রতিষ্ঠান খোলা, অফিস-সেক্টর খোলা, শপিং মল, বাজারঘাট খোলা। এতে করে পরিবহনে গাদাগাদি করে যাত্রী নেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি পালন বা জীবাণুনাশক ব্যবহারের কোনো বালাই দেখা যায় না। অর্ধেক সিট ফাঁকা রাখার কথা থাকলেও এই নির্দেশনা কেউ মানছেন না। তাছাড়া পরিবহন মালিকরা বিআরটিএ’র যোগসাজশে সাধারণ যাত্রীদের অর্থ লুটপাটের জন্য ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে নিজেরা লুটে নিচ্ছে।’ তাই গণপরিবহনের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার করার দাবি জানান তিনি।

মোহাম্মদ হানিফ খোকনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মো. আব্দুল কাইয়ুম, প্রচার সম্পাদক মো. ইরফান করিম প্রমুখ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement