২৭ জুলাই, ২০২৪, শনিবার

গাজায় ফের ইসরাইলের বিমান হামলা

Advertisement

ইসরাইলি বিমান বাহিনী গাজা উপত্যকায় ফের বিমান হামলা চালিয়েছে। বুধবার (১৬ জুন) ভোরে এই হামলা চালানো হয়।

ইসরাইল দাবি করেছে, গাজা সীমান্তের কাছে দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনিরা খোলা মাঠে ২০টির মতো বেলুন বোমার বিষ্ফোরণ ঘটানোর পর পাল্টা জবাবে এই হামলা চালানো হয়। তবে ইসরাইলের সর্বশেষ এই বিমান হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কোনো রিপোর্ট পাওয়া যায়নি।

গত ২১ মে গাজায় যুদ্ধবিরতির এই প্রথম আবার হামলা চালালো ইসরায়েল। সেই দফায় টানা ১১ দিন ইসরাইল গাজায় ফিলিস্তিনের বিভিন্ন স্থাপনা ও বাসভবনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছিল। সেই বিমান হামলায় শিশুসহ ২৬০ জন ফিলিস্তিনি নিহত হন। জবাবে মুক্তিকামী ফিলিস্তিনিদের সংগঠন হামাসও ইসরাইলে রকেট ছুঁড়ে। ইসরাইলের পুলিশ ও সেনাবাহিনী জানায়, হামাসের সেই রকেট হামলায় ১৩ জন ইসরাইলি নিহত হন। 

বুধবার ভোরের বিমান হামলা প্রসঙ্গে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজায় হামাসের বিভিন্ন আশ্রয় এবং ভবনে তারা নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। এসব ভবন থেকে হামাস তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement