২৭ জুলাই, ২০২৪, শনিবার

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, আড়াই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

Advertisement

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় বুধবার ১৫ জুন সকাল সাড়ে ৭টার দিকে এ্যাপারেলস প্লাস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে। 

কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে কারখানার সাততলা ভবনের চতুর্থ তলার কাটিং সেকশনে আগুন লাগে। ওই তলায় ফেব্রিক্স, কাটিং ও ফিউজিং মেশিনসহ বিভিন্ন ধরনের মালামাল রয়েছে। মুহূর্তেই আগুন সেকশনজুড়ে ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের খবরে শ্রমিকরা ভবন ছেড়ে নিচে নেমে আসতে পেরেছে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, বুধবার ১৫ জুন সকাল সাড়ে ৭টার দিকে নগরীর ভোগড়া বাইপাস এলাকার এ্যাপারেলস প্লাস কারখানার সাততলা ভবনের কাটিং সেকশনে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তিনি আগুন লাগার কারণও তাৎক্ষণিক জানাতে পারেননি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement