২৭ জুলাই, ২০২৪, শনিবার

গাজীপুরে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

Advertisement

গাজীপুরে গতকাল ১৭ জুন বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মৃত একজনের নাম  কিরণ মিয়া (৪৮) এবং অন্যজনের নাম আব্দুস সোবাহান (৫৫)। 

কিরণ মিয়া (৪৮) জেলার কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের আব্দুল কাদেরের ছেলে এবং আব্দুস সোবাহান (৫৫) জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মজিদচালা এলাকার আব্দুর রশিদের ছেলে। 

এ নিয়ে কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম বলেন, শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কাইজলি বিলে মাছ ধরতে যান কৃষক কিরণ মিয়া। এসময় বজ্রপাতে গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিরণ মিয়াকে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে, কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের এস আই সোহেল মোল্লা বলেন, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মজিদচালা গ্রামের কৃষক আব্দুস সোবহান শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বৃষ্টিপাতের সময় বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে মাঠেই তার মত্যু হয়। পরে স্থানীয়রা ওই কৃষকের পরিবারে খবর দিলে স্বজনরা তার লাশ নিয়ে যায়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement