পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে উইন্ডিস। সলেটে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪১ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ১৪২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্ধরে পৌঁছে যায় উইন্ডিস। এই জয়ের ফলে তিন ম্যাচ হাতে রেখেই ৩-০ ব্যাবধানে সিরিজ নিজেদের করে নেই উইন্ডিস। তৃতীয় ম্যাচে নিজের আসল রুপে ফিরেছে উইন্ডিয়ান দানব ক্রিস গেইল। অজি বোলারদের পিটিয়ে ছাতু বানিয়েছেন তিনি। ৭ ছয় ও ৪টি বাউন্ডারিতে ৩৮ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ব্যাটার। উইন্ডিসের হয়ে নিকোলাস খেলেছেন ৩২ রানের ইনিংস।
এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক স্বীকৃত ক্রিকেটে ১৪ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেছে ক্রিস গেইল।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১৪১/৬ (২০ ওভার)
হেনরিকস ৩৩, ফিঞ্চ ৩০, টার্নার ২৪;
ওয়ালশ ২/১৮।
ওয়েস্ট ইন্ডিজ (২০ ওভার)
গেইল ৬৭, পুরান ৩২*;
মেরেডিথ ৩/৪৮।
ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জয়ী।