২০১৯ সালে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা হেরেছিলো ঠিকই, কিন্তু ২-০ গোলের সেই হারটি ছিলো বিতর্কিত। কেউ কেউ বলে রেফারিই নাকি জিতিয়েছিলো ব্রাজিলকে। ২০১৯ সালের ৩ জুলাইয়ের পর আর একটি ম্যাচেও হারের মুখ দেখতে হয়নি মেসিদের। এই সময়ের মধ্যে মেসিরা খেলেছে ১৬ ম্যাচ, যার মধ্যে জিতেছে ৯টি আর ড্র করেছে ৭টি। সবচাইতে মজার বিষয় হলো সুপার ক্লাসিকোতেও ব্রাজিলকে হারিয়ে ছিলো মেসিরা। যা এই ১৬ ম্যাচের মধ্যেই পড়ে। এ সময় আর্জেন্টিনা খেলেছে জার্মানির মত দলের বিপক্ষেও। ম্যাচ জিতেছে উরুগুয়ে, প্যারাগুয়ের সাথেও।
চলতি কোপায় প্রথম ম্যাচে চিলির সাথে ড্র করলেও পরের দুই ম্যাচে জিতেছে টানা। এখন সমানে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচে জিতলে বা ড্র করলে গেল ২ বছর হলো অপরাজিত থাকার তকমাটা আরও একটু দীর্ঘ হবে মেসিদের। সবকিছু ঠিক থাকলে আসছে সোমবার বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনার।