সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ২৩ রানের লজ্জায় ডুবিয়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের দেওয়া ১৬৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের বোলিং তোপে মাত্র ১৪৭ রানেই থেমে যায় টায়গারদের ইনিংস। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৬ রান তুলেছিলো জিম্বাবুয়ে।
স্বাগতিকদের দেওয়া জয়র টার্গেটে ব্যাট করতে নেমে ৫৩ রানে ৫উইকেট হারিয়ে বিপদে পড়ে টাইগাররা। আগের ম্যাচে ফিফটি করাদুই ওপেনার নাইম ও সৌম্য আউট হয়েছেন ৫ ও ৮ রানে। পরে সাকিব-মাহমুদউল্লাও ফিরে যান ১২ ও ৮ রানে।
তবে আফিফ হোসেন ও শামীম পাটোয়ারী চেস্টা করেছিলেন। আফিফ ২৫ বলে ২৪ ও ডেবুডান শামীম পাটোয়ারী ১৩ বলে ২৯ রান করেও শেষ রক্ষা হয়নি। জিম্বাবুয়ের বোলারদের দারুণ বোলিংয়ে নিয়মিত বিরতীতে উইকেট হারিয়ে ১৪৩ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। ফলো ২৩ রানের জয়ে টি টোয়েন্টি সিরিজে সমতায় ফেরে জিম্বাবুয়ে।