হ্যারিকেন কতটা শক্তিশালী হলে গরু গাছে উঠে যেতে পারে! সম্প্রতি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা স্টেটে আঘাত হানা ক্যাটাগরি ওয়ান মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় আইডার তাণ্ডবে একটি গরু গাছে আটকে যায়। আর এমন দৃশ্য এখন ভাইরাল নেট দুনিয়ায়।
গত বুধবার লুইজিয়ানায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আইডা। ঝড়ের কারণে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে এসে গাছের দুই ডালের মাঝখানে একটি গরুকে আটকে থাকতে দেখে অবাক হন উদ্ধারকারী দল।
উদ্ধারকর্মীরা প্রথমে ডাল দুটো টেনে ফাঁকা করে ছাড়ানোর চেষ্টা করলেও তাতে কাজ হয়নি। পরে ডাল কেটে গরুটিকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পরে ধীরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়র আইডার কারণে এখন পর্যন্ত অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। এখনো চলছে উদ্ধার অভিযান।