৩ ডিসেম্বর, ২০২৪, মঙ্গলবার

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা নিহত

Advertisement

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা  সল্টঘোলা ক্রসিং এলাকায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।  

 এ ঘটনায় নিহত আরিফুল ইসলাম (২৬) গোসাইলডাঙ্গা এলাকার মো. ইসলামের ছেলে। তিনি বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন। আহত সাঈদ একই এলাকার বাসিন্দা কাউছার আলীর ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর দুজনকে ট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। কিন্তু গাড়িটির চালক পালিয়ে গেছেন। 

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement