চট্টগ্রামে আজ ১৬ জুন সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল চট্টগ্রামের নিম্নাঞ্চলে। ফলে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। তবে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার এসব এলাকা থেকে পানি নেমে যেতে শুরু করেছে।
চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য মতে, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৭ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে করেই চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট, কাতালগঞ্জ, বহদ্দারহাট, ষোলশহর এলাকার সড়কে পানি উঠেছিল।
এতে করে ঘর থেকে বের হওয়া নগরবাসীকে কষ্ট করে চলাচল করতে হয়েছে। তবে বৃষ্টি কমে যাওয়ার এসব এলাকা থেকে পানি নেমে যাচ্ছে।
বেলা সাড়ে ১১টার দিকে দুই নম্বর গেট এলাকার পানি নেমে যেতে দেখা গেছে। তবে কাতালগঞ্জ এলাকায় অল্প পরিমাণে পানি ছিল। তাও কমতে শুরু করেছে।
আহমেদুল হক নামে কাতালগঞ্জ রোডের এক বাসিন্দা বলেন, জরুরি কাজে বাসা থেকে বের হয়েছি। কাতালগঞ্জের সড়কে প্রায় হাঁটু পানি ছিল। পরে বাধ্য হয়ে অতিরিক্ত রিকশা ভাড়া দিয়ে যেতে হয়েছে গন্তব্যে। চট্টগ্রামের অনেক জায়গায় পানি ওঠা কমে গেলেও আমরা মুক্তি পাচ্ছি না।
মিজানুর রহমান নামে একজন বলেন, ছেলে মাদরাসায় পড়ে। সকালে তার পরীক্ষা ছিল। কিন্তু সকাল থেকেই বৃষ্টি হওয়ার কারণে বিপাকে পড়তে হয়েছে।
চট্টগ্রামের পতেঙ্গা অবহাওয়া অফিসের আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা শেখ হারুন উর রশিদ গণমাধ্যমকে বলেন, দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এখন বর্ষাকাল। থেমে থেমে বৃষ্টিপাত আজ অব্যাহত থাকবে।