২৭ জুলাই, ২০২৪, শনিবার

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীরে কাভার্ড ভ্যানের ধাক্কা, আহত ৭

Advertisement

চট্টগ্রামের কোতোয়ালী থানার বিপরীতে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সীমানা প্রাচীরে নিয়ন্ত্রণহীন একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানের ধাক্কা লেগে দেয়াল ধসের ঘটনা ঘটেছে আজ রোববার দুপুরে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, কার্ভাড ভ্যানটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীরে ধাক্কা দেয়। খবর শুনে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় পথচারী ও হকারসহ ৭ জনকে উদ্ধার করে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এখনও আহতদের নাম জানাতে পারেননি।

ওসি আরও বলেন, কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে এ ঘটনায়। তাছাড়া জব্দ করা হয়েছে গাড়িটিও।
এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণহীন হঠাৎ করেই ফুটপাতের ওপর উঠে বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীরে আঘাত করে। ফলে প্রাচীরের অনেকটাই ধসে পড়ে। সেখানে বসা হকার ও পথচারীদের বেশ কয়েকজন আহত হয়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement