২৭ জুলাই, ২০২৪, শনিবার

চমক দিয়ে কেন্দ্রীয় চুক্তিতে আসলেন জাকির

Advertisement

২১ জন ক্রিকেটারকে নিয়ে ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার এক বিবৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।  প্রথমবারের মতো এই চুক্তিতে সুযোগ পেয়েছেন সিলেটের ক্রিকেটার জাকির হাসান। তিনি রয়েছেন টেস্টের চুক্তিতে।

সবশেষ ভারতের বিপক্ষে অভিষেক টেস্টেই শতক হাঁকিয়েই এই পুরষ্কার পেলেন জাকির। এছাড়া চুক্তিতে ফিরেছেন পেসার হাসান মাহমুদ। এদিকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মাহমুদুুল হাসান জয়, ইয়াসির রাব্বি, সাদমান ইসলাম এবং নাইম শেখ।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা:

টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি: মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ।

টেস্ট এবং ওয়ানডে: তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম

টেস্ট ও টি-টোয়েন্টি: নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান।

টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান

ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ

ওয়ানডে এবং টি-টোয়েন্টি: মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, শেখ মেহেদি, মোসাদ্দেক হোসেন এবং হাসান মাহমুদ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement