১ জুলাই বৃহস্পতিবার থেকে মানুষ এবং যানবাহন চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম।
সচিব জানান, জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা ছাড়া এসময় কেউ বাড়ি থেকে বের হতে পারবে না। নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসময় বিজিবি এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা নিয়মিত টহলে থাকবেন।
আনোয়ারুল ইসলাম জানান, এবারের লকডাউনে পুলিশের ইস্যু করা মুভমেন্ট পাসের ব্যবস্থা থাকবে না। প্রাথমিকভাবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে, এর মেয়াদ বাড়ানো হবে কি না।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বিধি-নিষেধকালীন দুস্থ মানুষেরা যেন খাদ্য কষ্টে না থাকে, তা নিশ্চিত করতে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।