বলিউড ‘ট্র্যাজেডি কিং’ দিলীপ কুমারের বিদায়ে শোকের মাতন নেমেছে পুরো উপমহাদেশে। গেলো দুইদিনে দিলীপের হাজারও ভক্ত তাকে স্মরন করেছেন, শোক প্রকাশ করেছেন বিভিন্ন মাধ্যমেও। তারই ধারাবাহিকতায় প্রিয় এই মানুষটির মৃত্যুতে নিজের আবেগ ধরে রাখতে পারেননি এআর রহমান। নিজের ফেসবুক পেজে ভারতীয় সঙ্গীত পরিচালক, গায়ক ও সঙ্গীত প্রযোজক-মিস্টার রহমান লেখেন, আমার অভিভাবক ও প্রিয় অভিনেতার মৃত্যুতে আমি শোকাহত তাই তার আত্মার মাগফেরাত কামনা করছি।
তার এই ফেসবুক পোস্টে দিলীপ কুমারের প্রতি গভীর ভাবাবেগ এবং অভিনয় জগতে তার অবিস্মরণীয় অবদানের অমরত্বের কথা প্রকাশ পেয়েছে। গত বুধবার মুম্বাইয়ের পি ডি হিন্দুজা হাসপাতাল মারা যান ভারত সরকারের পদ্মভূষণ খেতাব পাওয়া এই মহানায়ক।