২৭ জুলাই, ২০২৪, শনিবার

চার রানের জয়ে ব্যবধান বাড়ালো বাংলাদেশ

Advertisement

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪১ রান তোলে টাইগাররা। জবাবে ১৪২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩৭ রানের বেশি তুলতে পারেনি নিউজিল্যান্ড।

শেষ ১৭ বলে নিউজিল্যান্ডের প্রয়োজন ৩৬ রান। বল হাতে মোস্তাফিজের তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে ল্যাথাম তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। ১৮ তম ওভারে মোস্তাফিজ দিলেন ৮ রান। ড্রেসিং রুম থেকে ভিআউপি বস্ক, সবার মুখেই টেনশন, ম্যাচ বুঝি আর জেতা হলো না!

১৮ তম ওভারে ২৮ রান দরকার ১২ বলে, তখন দায়িত্ব সাইফউদ্দিনের হাতে। ক্রিজে ক্যাপ্টেন ল্যাথাম। প্রথম বল দিলেন ডট, দ্বিতীয় বলে আবারও বাউন্ডারি হাঁকালেন সাইফের স্লোয়ার বলে। তৃতীয় বলে ড্রাইভ খেলে দুই রান নিতে গিয়ে ক্যাপ্টেন ল্যাথাম ফিরলেন মেহেদি হাসানের ডাইরেক্ট থ্রোতে, এমনটাই মনে হচ্ছিলো, কিন্তু স্টাম্পে বল লাগার আগেই সোহান বেল ফেলে দিলো, তাতেই বেঁচে গেলেন টম ল্যাথাম। নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে জমা হলো ২ রান। চতুর্থ বলে সাইফ করলেন ডট। পঞ্চম বলে সাইফ দিলেন ১ রান। শেষ বলেও অফ স্টাম্পের বাইরে বল দিলে সিঙ্গেল নেয় কিউই ব্যাটাররা। সাইফ দিলেন ৮ রান।

শেষ ওভারে নিউজিল্যান্ডের রান দরকার ১৯ বর হাতে মোস্তাফিজ কি করেন, সেই চিন্তায় কপালে ভাঁজ কোটি ভক্তের। ফিজের প্রথম বলেই শামিম হোসেন ক্যাচ মিস করে নিউজিল্যান্ডের স্কোর বোর্ডে লেখান আরও দুই রান। ৫ বলে এখন কিউইদের প্রয়োজন ১৮। দ্বিতীয় বলে সিঙ্গেল রান দেন মোস্তাফিজ।

তৃতীয় বলে স্কয়ারকাট করে দুই রান নেয় নিউজিল্যান্ড। ৩ বলে নিউজিল্যান্ডের দরকার ১৪। চতুর্থ বলে আরও একটি সিঙ্গেল নিলে ২ বলে নিউজিল্যান্ডের প্রয়োজন হয় ১৩ রান। পঞ্চম বল নো, কিপারের পেছন দিয়ে বল চলে যায় বাউন্ডারির বাইরে। তখনই জমে ওঠে ম্যাচ। ২ বলে দরকার ৮ সাথে আছে ফ্রি হিট।

ফ্রি হিটে ল্যাথাম নিলেন দুই রান। সমীকরণ এখন দাঁড়ায় ১ বলে ৬ রান। কিন্তু শেষ পর্যন্ত আর তা হলো না, মোস্তাফিজের শেষ বলে ক্যাপ্টেন ল্যাথাম ৬ মারতে হলেন ব্যার্থ তাতেই, চার রানে ম্যাচ জেতে বাংলাদেশ।

এই জয়ে সিরিজে ২-০তে এগিয়ে গেলো বাংলাদেশ। সেই সাথে অস্ট্রেলিয়াকে টপকে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ৬ নম্বরে উঠে যায় টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ
বাংলাদেশ : ১৪১/৬ (২০ ওভার)
নাঈম ৩৯, রিয়াদ ৩৭*, লিটন ৩৩, সাকিব ১২, সোহান ১১
রাচিন ২২/৩, এজাজ ২০/১

নিউজিল্যান্ড : ১৩৭/৫ (২০ ওভার)
ল্যাথাম ৬৭*, ইয়ং ২২
মেহেদী ১২/২, সাকিব ২৯/২
ফল: বাংলাদেশ ৪ রানে জয়ী।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement