৯ অক্টোবর, ২০২৪, বুধবার

চীনের ৬ লাখ টিকা দেশে আসছে আজ

Advertisement

চীনের উপহারের সিনোফার্মের ছয় লাখ টিকা আসছে আজ। রোববার (১৩ জুন) বিকেলে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফ্লাইটে বেইজিং থেকে এসব টিকা ঢাকায় এসে পৌঁছাবে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে গত ২১ মে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র ফোনালাপ হয়। এই ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেয়ার কথা জানান। এর আগে গত ১২ মে চীন  সিনোফার্মের তৈরি উপহারের পাঁচ লাখ টিকা বাংলাদেশে পাঠায়। 

এছাড়াও রাশিয়া থেকে এক কোটি টিকা কিনতে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে।

চীনা দূতাবাস থেকে জানানো হয়েছে, করোনা মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশ করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ফলে বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে চীন। সে কারণে প্রথম দফায় ৫ লাখ ডোজ টিকা উপহার দেওয়ার পর আরও ৬ লাখ টিকা উপহার দেওয়া হচ্ছে বাংলাদেশকে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement