২৭ জুলাই, ২০২৪, শনিবার

চুড়ান্ত হলো জিম্বাবুয়ে সিরিজের সূচি

Advertisement

নিশ্চিত হয়েছে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর। এর আগে জিম্বাবুয়েতে করোনা পরিস্থিতির আবনতি হবার কারণে কিছুটা শঙ্কা দেখা দিয়েছিলো এই সিরিজ নিয়ে। পরে জিম্বাবুয়েন ক্রিকেট বোর্ড সে দেশের সরকারের সাথে কয়েক দফা বৈঠক করে এই সিরিজের চুড়ান্ত সুচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। তাদের সূচি অনুযায়ী ১ টেস্ট, তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টি নিয়ে খেলবে বাংলাদেশ।

সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে এর পর শুরু হবে ওয়ানডে সিরিজ আর টাইগারদের সিরিজ শেষ হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ জুন জিম্বাবুয়ে সফরে যাবে তামিম-সাকিবরা। ৭ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে সিরিজের একমাত্র টেস্টটি। ১৬,১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। ২৩, ২৫, ২৭ জুলাই অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান অমেরিকা থেকে জিম্বাবুয়ে সফরেরত দলের সাথে যোগ দিবেন। টি টোয়েন্টি সিরিজে মুশফিকুর রহিম খেলবেন না এমন কথা আগেই বোর্ডকে জানিয়ে দিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement