২৭ জুলাই, ২০২৪, শনিবার

চোখের জল মুছতে মুছতেই বিদায় নিলেন সেরেনা

Advertisement

উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন বিশ্বের নাম করা টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ইনজুরির ফাঁদে পড়া সেরেনার বিশ্ব রেকর্ড আর স্পর্শ করা হলো না এবার। মার্গারেট কোর্টে এবার সেই রেকর্ড হয়তো স্পর্শ করবে অন্যকেউ।

মঙ্গলবার, বেলারুশ তারকা আলিয়াকজান্দ্রা সাসনোভিচের বিপক্ষে প্রথম সেটের শুরুতে সার্ভিস ব্রেক করে ৩-১ গেমে এগিয়ে যান সেরিনা। তারপরেই হঠাৎ বাঁ পায়ের গোড়ালিতে চোট পান এই টেনিস তারকা। কোর্ট ছেড়ে বেড়িয়ে যান চিকিৎসার জন্য। পরে কোর্টে নেমেও সুবিধা করতে পারেননি হেরেছেন টানা দুই গেম। ফলে এই আসর থেকেই বিদায় নিতে হয়েছে সেরেনার।

২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালকিন সেরিনা মার্গারেট কোর্টের আর একটি গ্রান্ড স্লামের জিতলেই সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের বিশ্বরেকর্ডে ভাগ বসাতে পারতেন এই তারকা টেনিস খেলোয়াড়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement