চোখ আমাদের অমূল্য সম্পদ। চোখ সমস্ত মুখমণ্ডলের সৌন্দর্য দ্বিগুণ করে দেয়। চোখকে বলা হয় মনের আয়না। আমাদের অসাবধানতা কারণেই চোখ তার নিজস্ব সৌন্দর্য হারিয়ে ফেলে। সারা দিন পর্দার সামনে বসে থাকা, রাতে দেরিতে ঘুমাতে যাওয়া, সূর্যরশ্মিসহ আরও বিভিন্ন কারণে চোখের সৌন্দর্য নষ্ট হয়। এজন্য সঠিক সময়ে এর যত্ন নেয়া জরুরি।
অনেকে চোখের সৌন্দর্যের জন্য ক্রিম বা আই মাস্ক ব্যবহার করেন। কিন্তু এসব প্রসাধনীর চেয়ে ঘরোয়া পদ্ধতি বেশি কার্যকর।
তাহলে চলুন আজ আমরা জেনে নিই চোখের সৌন্দর্য ধরে রাখার ছয়টি সহজ উপায় সম্পর্কে-
১। ত্বকের তারুণ্য ও সৌন্দর্যে অন্যতম সেরা উপায় ফেসিয়াল ম্যাসাজ। চোখের নিচে বা চারপাশে হালকা ম্যাসাজ করুন। তার ফলে চোখের নিচের কালচে ভাব দূর হবে।
২। চোখ অবয়বের অন্যতম সংবেদনশীল জায়গা। তাই যেভাবেই হোক একে সুরক্ষিত রাখতে হবে। চোখের ক্ষতির জন্য দায়ী সূর্য। এজন্য নিয়মিত রোদচশমা ব্যবহার করতে হবে। এমন চশমা পড়তে হবে যা পুরো চোখকে রোদ থেকে সুরক্ষা দিতে পারে। কয়েক দিন রোদচশমা ব্যবহার করুন, পার্থক্যটা নিজেই দেখবেন।
৩। যদি আপনার ত্বক শুষ্ক হয়, তাহলে আপনার চোখের চারপাশে তা প্রভাব ফেলতে পারে। আর সে কারণে চোখের নিচে কালচে ভাব দেখা দিতে পারে। সে জন্য আপনাকে হাইড্রেটেড থাকতে হবে। নিয়মিত পানি পান করতে হবে। হাইড্রেটেড বডি ত্বককে কোমল করে। সুন্দর চোখ পেতে হলে আপনার ত্বককে ওয়েল-হাইড্রেটেড রাখতে হবে। কটন প্যাডে জল বা অ্যালোভেরা লাগিয়ে চোখের চারপাশে ১০ মিনিট রাখতে পারেন। তাতে চোখের চারপাশ আর্দ্র হবে।
৪। শুধু স্বাস্থ্যের পক্ষেই ক্ষতিকর নয় ধূমপান, ত্বকের জন্যও তা ক্ষতিকর। তবে বিশেষ করে, চোখের চারপাশে এর প্রভাব পড়ে। ত্বকের ময়েশ্চার শুষে নেয় ধূমপান এবং দৃষ্টিশক্তির ওপর প্রভাব ফেলে। তাই ধূমপান ত্যাগ করুন, দেখবেন চোখের সৌন্দর্য বাড়বে।