বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগের আজকের (শুক্রবার) ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ফর্টিস ফুটবল ক্লাব। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচের শুরু থোকেই আক্রমণাত্বক ফুটবল খেলতে থাকে দুই দলের ফুটবলাররা। ম্যাচের ১৪ মিনিটে জিল্লুর গোলে এগিয়ে যায় ফর্টিস। ২৮ মিনিটে রেড কার্ডে মাঠ ছাড়তে হয় নোফেলের সাকিবকে। পরে ৬৫ মিনিটে মাসুমের স্কোরে সমতায় ফেরে নোফেল। কিন্তু বেশিক্ষণ সমতায় থাকতে পারেনি তারা। ম্যাচে ৮৪ মিনিটে জাকিরের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে ফর্টিস ফুটবল ক্লাব।