২৭ জুলাই, ২০২৪, শনিবার

এক ওভারে ৬ ছক্কা, ইনিংসে ১৬ ছক্কা হাঁকালেন যুক্তরাষ্ট্রের ব্যাটার জাসকারান

Advertisement

ওয়ানডেতে গিবস একমাত্র ব্যাটার যে এক ওভারে ছয় ছক্কা হাঁকিছিলেন, সেই রেকর্ডে পাঁ রাখলেন আরেক ব্যাটার জাসকারান,যুক্তরাষ্ট্রের উইকেট কিপার ব্যাটার। আমেরিকায় পাপুয়া নিউ গিনির বোলার গাউডি টোকার এক ওভারে ৬ ছক্কা মেরে ওভারের সব বলে ছয় মারা ব্যাটসম্যানদের এলিট ক্লাবে নাম লেখান এই ব্যাটার। ওমানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও পাপুয়া নিউ গিনির ওয়ানডে ম্যাচে এই রেকর্ড গড়েন মালহোত্রা।

এক ওভারে ৬ ছক্কা মারা ক্রিকেটারদের মধ্যে গিবস, যুবরাজ সিং ও কাইরন পোলার্ডের পর জাসকারান মালহোত্রাই এই অনন্য রেকর্ডটি গড়লেন। এর মধ্যে যুবরাজ ও পোলার্ড এই কীর্তি গড়েছিলেন টি-টোয়েন্টিতে।

ইনিংসের শেষ ওভারে নামের পাশে সেঞ্চুরি নিয়ে ব্যাট করছিলেন তিনি। পাপুয়া নিউ গিনির বোলার গাউডি টোকাকে এভাবে ছয় মারবেন সেটা হয়তো বিশ্বাসই করতে পারেননি তিনি। ওভারের প্রথম বলে জাসকারানো শুরুটা করেছিলেন লং অন দিয়ে ছক্কা মেরে। তারপর বল সীমানা ছাড়া করেন কাভার দিয়ে। তিনবার বল মাঠের বাইরে পাঠান জাসকারান। আর ওভার শেষ করেন স্কয়ার লেগ দিয়ে ওভার বাউন্ডারি হাঁকিয়ে। ১২৪ বলে অপরাজিত ১৭৩ রানের ইনিংসে জাসকারানের ছিল মাত্র ৪টি চার ও ১৬টি ছক্কা!

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement