দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে ছাত্রদলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। ছিনিয়ে নিয়েছে ব্যানার। আজ ৬ মার্চ সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই ঘটনা ঘটে।
কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল সহকারে সদর রোডের দলীয় কার্যালয়ে জড়ো হওয়ার চেষ্টা করছিলো। এ সময় সদর রোডে পুলিশ তাদের মিছিলে বাধা দেয় এবং ব্যানার ছিনিয়ে নেয়। পরে ব্যানার ছাড়াই মিছিল নিয়ে দলীয় কার্যালয় চত্বরে সমাবেশে অংশগ্রহন করেন তারা।