২০২১ সালের মার্চে পৃথিবীর আলো দেখেছেন সাকিব-শিশিরের তৃতীয় সন্তান ‘আইজাহ আল হাসান’। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের নাম প্রকাশ করলেও, আজই প্রথম “ছবি” প্রকাশ করলেন সাকিব ও শিশির। আইজাহ আল হাসানের ছবি নিজেদের ফেসবুক পেজে আপলোড করে সবার কাছে দোয়া চেয়েছেন।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আলন হাসান দলের সাথে এখন রয়েছেন জিম্বাবুয়ে। সেখান থেকেই তার ভেরিফাইড ফেসবুক পেজে ছেলের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, এই যে আমার ছেলে আইজাহ, আশা করি সবাই ওর জন্য দোয়া করবেন। এদিকে শিশির তার ফেসবুক পেজে লেখেন, আমাদের ছেলে আইজাহকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিলাম। আশা করি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।
দুই কন্য ও এক পুত্র সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান।