জিম্বাবুয়ের বিপক্ষে যখন ৬৯ রান প্রয়োজন তখন ক্রিজে আসেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাইফউদ্দিন। সাকিবের সাথে পার্টনারশিপ করে জিতিয়েছেন ম্যাচ। বাংলাদেশ জিতেছে সিরিজ। এটাই নাকি সাইফউদ্দিনের স্বপ্ন ছিলো।
জিম্বাবুয়ে থেকে কে স্পোর্টসের কাছে এক ভিডিও বার্তায় তিনি বলেন, আসলে ছোট বেলা থেকেই আমার একটাই স্বপ্ন ছিলো, সাকিব ভায়ের সাথে জাতীয় দলে খেলে পার্টনারশিপ করার। এবং জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আমি সেটা করেতে পেরেছি।
সবচাইতে বড় কথা, সাকিব ভাই আর আমি মিলে ম্যাচ জেতানোর যে স্বপ্ন দেখতাম ছোট বেলায় সেই সুযোগ কালই পেয়ে গেলাম তাই আর হাত ছাড়া করতে চাইনি। বিশেষ করে সাকিব ভায়ের সাথে একটা ইনিংস স্বরনীয় করে রাখাই আমার লক্ষ ছিলো।
তিনি বলেন, ছোট বেলার স্বপ্ন পূরণ করতেই আমি আমার সেরাটা দিয়ে খেলার চেষ্টা করেছি। তবে সাকিব ভাই আমাকে দারুণ সাপোর্ট করেছে। আপনারা জানেন কিছুদিন আগেই কয়েকটা টকশো তে বলেছিলাম আমার এই স্বপ্নের কথা সেটি এখন পুরণ হয়েছে।