কিছুদিন আগেই পরিমনী কাণ্ডে তোলপার সৃষ্টি হয়েছিলো সরাদেশে। সেই ঘটনায় প্রথমে সাধারণের বাহবাহ কুড়ালেও পরে মোড় নিয়েছিলো অন্যপথে। সে যাই হোক, পরিমণী এখন যা করতে যাচ্ছে তা সত্যিই মহত একটি কাজ। প্রতিবারের মত এবারও তিনি কুরবানীই দিবেন, কিন্তু এবার একটি বা দুটি নয়। ছয়ছয়টি গরু তিনি কোরবানি দেওয়ার নিয়ত করেছেন। এমন খবরই প্রকাশ পেয়েছে দেশের গণমাধ্যমগুলোতে।
সংবাদ মাধ্যমে কোরবানির ব্যাপার নিয়ে পরি বলেন, গেল পাচ বছর হয় আমি এফডিসিতে কোরবানি দিয়ে যাচ্ছি এবারও দিবো। তবে ছয় বছর উপলক্ষে এবার ৬টি গরু কোরবানি দেওয়ার নিয়ত করেছি। আমি আগে কখনোই জানতে পারিনি যে আমাদের এফডিসেতে অনেক কলাকুশলী মানবেতর জীবন যাপন করেন। যখন থেকে জানতে পেরেছি তখন থেকেই আমি এফডিসিতে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন যেহেতু এবার করোনা প্রকোট খুব বেশি তাই স্বাস্থ্যবিধি মেনেই মাংস বিতরণ করার চিন্তা করছি আমরা।