২৭ জুলাই, ২০২৪, শনিবার

জরুরি ব্যবহারের অনুমোদন পেল মডার্নার টিকা

Advertisement

করোনাভাইরাস মোকাবিলায় ২৫ লাখ ডোজ মডার্নার ভ্যাকসিন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দুয়েক দিনের মধ্যেই এই ভ্যাকসিন ঢাকায় এসে পৌঁছবে বলে জানা গেছে।

ওয়াশিংটনের একটি কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভ্যাকসিন সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ২৫ লাখ ডোজ মডার্নার ভ্যাকসিন দিচ্ছে। সামনের দিনে যুক্তরাষ্ট্র আরও ভ্যাকসিন সহযোগিতা দেবে। এই ভ্যাকসিন বাংলাদেশে পাঠানোর উদ্দেশে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা মঙ্গলবার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেন।

সবকিছু ঠিক থাকলে আজ বুধবার অথবা কাল বৃহস্পতিবার এই ভ্যাকসিন ঢাকায় এসে পৌঁছাবে। এর আগে, গত ২২ জুন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চিঠি দিয়ে জানিয়েছে যে তারা করোনা প্রতিরোধে ভ্যাকসিন দিয়ে সহায়তা করবে।

হোয়াইট হাউস গত ২১ জুন এক বিবৃতিতে জানায়, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৮ দেশের পাশাপাশি এশিয়ার ১৮টি দেশকে নতুন করে ১ কোটি ৬০ লাখ ডোজ ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement