শেষ কয়েক সিরিজে দলে ছিলেন কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে দলে রাখা হয়নি এমন ক্রিকেটার রয়েছে বেশ কয়েকজন। যেমন টেস্ট স্কোয়াদে এতদিন দলে ছিলেন টাইগার ব্যাটার মোহাম্মাদ মিঠুন কিনউত জিম্বাবুয়ের বিপক্ষে দলে জায়গা হয়নি তার। আবার আগের সিরিজ গুলোতে দলে ছিলেন না এমন বেশ কয়েকজন চলে এসেছেন টেস্ট স্কোয়াডে। প্রায় তিন বছর পর দলে ফিরেছেন সোহান, সাকিব আল হাসানকে ফিরিয়ে আনা হয়েছে দলে। সেই সাথে টেস্টে ফিরেছেন নঈম শেখ।
ওয়ানডে স্কোয়াডেও এই সিরিজে পরিবর্তণ এসেছে বেস। দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও শেখ মেহেদি হাসান। আর নতুন করে দলে ফিরেছেন সোহান, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন।
টি-টোয়েন্টি স্কোয়ার্ড থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (ব্যক্তিগত কারণে ছুটি), মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেন।