২৭ জুলাই, ২০২৪, শনিবার

জাপানে ভয়াবহ ভূমিধসে নিখোঁজ ২০, দুই মরদেহ উদ্ধার

Advertisement

ভয়াবহ ভূমিধসের কবলে পড়েছে জাপানের মধ্যাঞ্চলীয় একটি জনপ্রিয় পর্যটন শহর। শনিবার দেশটির কেন্দ্রীয় শহর আতমি’তে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনায় অন্তত ২০ জন নিখোঁজ হয়েছেন। এছাড়াও দুইজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রবল বর্ষণের কয়েকদিন পর সেখানে এই ভূমিধসের ঘটনা ঘটলো। 

স্থানীয় ভিডিও ফুটেজে দেখা গেছে, টোকিও’র দক্ষিণ-পশ্চিমের অতামিতে কাদাযুক্ত পানির প্রবল স্রোতের তোড়ে বেশকিছু ভবন ভেসে যায় এবং আরো অনেক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। সেখানে একটি পার্বত্য সড়কের ওপর এ ভূমিধসের সময় অনেক মানুষকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখা যায়। 

 শিজুওকা অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, ভূমিধসের ঘটনায় ২০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয় সরকার নিখোঁজদের উদ্ধারে সামরিক সহযোগিতার আবেদন জানিয়েছে। 

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেছেন, জরুরি সেবা ও সেনাবাহিনী উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তারা দুর্যোগ কবলিত মানুষদের সরিয়ে নিয়ে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেছেন, আরও বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এ ঘটনায় করনীয় নির্ধারনে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন। 

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement