বাংলাদেশ ক্রিকেটদ দল এখন রয়েছে জিম্বাবুয়েতে। একদিন আগেই স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ৩-০ ব্যবধানে। এই সিরিজে বাংলাদেশ দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের হোটেল ও মাঠ ছাড়া অন্য কোথাও যাওয়ার অনুমতি না থাকায় ঈদের মাঠ কিংবা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারেননি তামিম বাহিনী। তবে দলের সবাইকে একসাথে নিয়ে ঈদের জামাতে নামাজ পড়েছে বাংলাদেশ দল। ছবিও তুলেছেন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ছবি প্রকাশ করেছেন দলের ক্যাপ্টেন তামিম ইকবাল খান, তিনি তার ফেসবুক পেজে পুরোদল নিয়ে নামাজ শেষে ঈদ আনন্দের ছবি পোস্ট করে লিখেছেন, আমরা বাড়ী থেকে বহু দূরে রয়েছি। প্রথম পরিবারের সাথে ঈ পালন করতে না পারলেও দ্বিতীয় পরিবারের সাথে ঈদ পালন করছি।
তিনি আরও লেখেন, এই পবিত্র ঈদে আপানার কাছে যা কিছু রয়েছে সেটি দিয়ে মহান আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। একটা কথা সব সময় মনে রাখবেন আপনার প্রার্থনা ও ত্যাগ কখনোই বৃথা যাবে না। আবারও সবাইকে জানাই ঈদ মোবারক।