এক টেস্ট তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন বাংলাদেশ দল রয়েছে জিম্বাবুয়েতে। (বুধবার) ভোরে সেখানে পৌঁছানোর পরেই লাগেজ কাণ্ডে বিপদে পড়ে টাইগাররা। বিমান বন্ধর থেকে লাগেজ ছাড়াই হোটেল রুমে চলে গেলোও পুরো দল অপেক্ষায় ছিলো লাগেজের। পরে প্রায় ২৫ ঘণ্টা পর লাগেজ পৌঁছায় তাদের কাছে। সুত্র জানায়, এখন পর্যন্ত দলের সবাই লাগেজ পায়নি। তবে প্রসেসিং চলছে দ্রুত লাগেজ খেলোয়াড়দের কাছে পৌঁছে দেওয়ার।
এদিকে জিম্ববুয়ে পৌঁছেই প্রথম করোনা টেস্ট করায় বাংলাদেম দলের সবাই। দ্রুতই প্রথম টেস্টের রেজাল্ট পেয়ে যায় বাংলাদেশ। টাইগারদের সবাই প্রথম টেস্টে উতড়ে গেছে। সব কিছু ঠিক থাকলে দ্রুতই মাঠে নেমে অনুশীলন শুরু করতে পারবে টাইগাররা।