তিন ম্যাচ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভোরে জিম্বাবুয়ের পথে রওনা হয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রুবেল হোসেন ও শামীম পাটোয়ারী। বাংলাদেশ সময় ভোর চারটায় কাতার এয়ারওয়েজে করে দেশে ছেড়েছে তারা দুই জন। এয়ারপোর্ট পৌঁছে টাইগারদের জুনিয়র সদস্য শামীম তার ভেরিফাইড ফেসবুক পেজে তার ছবি পোস্ট করে তিনি লেখেন আলহামদুলিল্লাহ, জিম্বাবুয়ের পতে রওনা হচ্ছি।
জিম্বাবুয়ে পৌঁছে কোয়ারেন্টাইনে থাকতে হবে না তাদের। সরাসরি তারা যোগ দিতে পারবেন দলের সাথে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৬ জুলাই থেকে ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ জুলাই থেকে।