রাত পোহালেই সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে নতুন এক চিন্তার ভাজ পড়েছে টাইগারদের কপালে। বাবা-মায়ের অসুস্থতার কারনে মুশফিক ফিরে এসেছেন দেশে, এবার শঙ্কা জেগেছে মোস্তাফিজকে নিয়ে। চোটের কারণে মোস্তাফিজকে সম্পর্ন রেস্টে রাখা হয়েছিলো তবে এখন পর্যন্ত তিনি অ্যাংকেলের চোট কাটিয়ে উঠতে পারেনি।
টিম ম্যানেজম্যান্ট বলছে, ‘ফিজের ডান পায়ের চোট বেশ ভোগাচ্ছে তাকে। প্রস্তুতি ম্যাচে পুরো ১০ ওভার তিনি বল করতে পারেননি। তাকে টানা ৪৮ ঘন্টা পর্যবেক্ষনে রাখা হয়েছে। ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি খেলতে পারবেন কি না। যদি মোস্তাফিজুরের ইনজুরি বেশি গুরুতর হয় তাহলে তাকে নিয়ে কোন রিস্ক নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।
প্রথম ওয়ানডেতে তাসকিন আহমেদ ও সাইফুদ্দিন মাঠে নামবেন এটি প্রায় নিশ্চিত হলেও দলে জায়গা পাওয়া বেশ কঠিন ছিলো শরিফুলের জন্য। তবে কোন কারণে যদি মোস্তাফিজ না খেলতে পারে তাহলে কপাল খুলবে শরিফুলের।