তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে ১৫২ রান তোলে জিম্বাবুয়ে।
জবাবে, ১৫৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্ধরে পৌঁছে যায় বাংলাদেশ। ব্যাট হাতে সৌম্য সরকার ক্যারিয়ারের চতুর্থ ফিফটি করেই রান আউটে পরিণত হয়ে মাঠ ছাড়েন। পরে রিয়াদও বেশিক্ষন ক্রিজে থাকতে পারেনি। ব্যাক্তিগত ১৫ ও দলীয় ১২৩ রানে সৌম্যের মত তিনিও মাঠ ছাড়েন রান আউটের ফাঁদে পড়ে।
পরে সোহানকে সাথে নিয়ে ৩০ রানের পার্টনারশিপ গড়েন নাইম। এর আগে সৌম্যের সাথে গড়েন ১০১ রানের জুটি। তখন দলের প্রয়োজন ১৯ বলে ২৮ রান। তবে সোহান ও নাইমে পার্টনারশিপ গড়ে দলকে জিতেই মাঠ ছাড়েন।
সোহান অপরাজিত ছিলেন ৮ বলে ১৬ রান নিয়ে আর নাইম শেখ অপরাজিত ছিলেন ৫১ বলে ৬৩ রানে। এই জয়ের ফলে টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো টাইগাররা।