৮ সেপ্টেম্বর, ২০২৪, রবিবার

জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি

Advertisement

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে তিন ফরম্যাটে দল ঘোষণা করেছে বিসিবি। দুপুরে এক ইমেল বর্তায় দলের তালিকা পাঠানো হয় কেটিভির কাছে। তিন বছর পর দলে ফিরেছেন উইকেট কিপার ব্যাটার নুরুল ইসলাম সোহান, নতুন মুখ শামীম পাটোয়ারি। বিশ্রম চাওয়ায় টি-টোয়েন্টি ফরম্যাটে রাখা হয়নি মুশফিকুর রহিমকে। টেস্ট দলে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের। তিন ফরমেটেই রয়েছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

একনজরে জিম্বাবুয়ে সফরের স্কোয়াড 

টেস্ট : মুমিনুল হক, তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম।

ওয়ানডে : তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি : মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, ফিফ হোসেন ধ্রুব, শামিম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

সবকিছু ঠিক থাকলে আসছে ২৯ জুন, ১ টেস্ট দুই তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল। ৭ জুলাই টেস্ট দিয়েই শুরু হবে মাঠে ময়দাদের লড়াই।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement