১২ ডিসেম্বর, ২০২৪, বৃহস্পতিবার

জ্যেষ্ঠ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা পিসি গুহ মারা গেছেন

Advertisement

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ফাইন্যান্স কমিটি ও হাউজ কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট পরিমল চন্দ্র গুহ ( পি. সি. গুহ) বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

তিনি বলেন, পটুয়াখালীর কৃতি সন্তান অ্যাডভোকেট পরিমল চন্দ্র গুহ ( পি. সি. গুহ) বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ফাইন্যান্স কমিটি ও হাউজ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইনাঙ্গনে তিনি পিসি গুহ নামে পরিচিত। পিসি গুহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ হানাদার বাহিনী জগন্নাথ হলে গণহত্যা চালানোর সময় তিনি সেই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। ওই দিন তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

পিসি গুহ ১৯৭৮ সালের ২৮ জানুয়ারি বাংলাদেশ বার কাউন্সিলের সনদ নিয়ে ঢাকা জজকোর্টে আইন পেশা শুরু করেন এবং ১৯৮০ সালের ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। তিনি এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement